প্রতিষ্ঠানের ইতিহাস

বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া সদর উপজেলাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে অবস্থিত ইসলামি দ্বিনী প্রতিষ্ঠান “আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা”। মাদ্রাসাটি ২৫-০২-১৯৯৪ খ্রিস্টাব্দে আড়পাড়া গ্রাম সহ কুষ্টিয়াবাসীর কল্যাণের জন্য ইসলামি জ্ঞান চর্চা ও আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত করার লক্ষে এই মাদরাসা প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠানটির অতীতে গৌরবময় ও সু-দীর্ঘ ইতিহাস লক্ষ করা যায়। মাদ্রাসাটি প্রথম পাঠদানের অনুমতি লাভ করে ০১-০১-২০০০ইং এবং ০১-০১-২০০৩ইং তারিখে স্বীকৃতি লাভ করে। অত্র মাদ্রাসাটি ০১-০৫-২০০৪ইং তারিখে প্রথম  এমপিও ভূক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে মাদরাসাটি মনমুগ্ধকর সুন্দর পরিবেশে গড়ে উঠেছে। উক্ত প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন হতে দেশ-জাতী ও মানবতার কল্যাণে কাজ করছে, বিশেষ করে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় “আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা” যুগের চাহিদা অনুযায়ী মানুষের কল্যাণে যুগোপযোগী ধর্মীয় জ্ঞান, এরাবিক ও জেনারেল শিক্ষা বিস্তার সহ নারী শিক্ষায় অবদান রেখে আসছে।  অত্র মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার জন্য সুন্দর শ্রেণি কক্ষ, বঙ্গবন্ধু কর্ণার, সুপারিনটেনডেন্ট/সহঃ সুপারিনটেনডেন্ট এর অফিস কক্ষ, শিক্ষক-শিক্ষিকা মিলনায়তন, নামাজ কক্ষ (পুরুষ-মহিলা), ছাত্র-ছাত্রীদের জন্য “সততা’ ষ্টোর সহ মাদ্রাসা প্রাঙ্গনে সুবিশাল খেলার মাঠ ও বিভিন্ন গাছপালা দিয়ে মনমুগ্ধকর পরিবেশে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত রয়েছে। বর্তমানে অত্র মাদ্রাসায় ১৫ জন শিক্ষক-শিক্ষিকা ও ০৫ জন কর্মচারী রয়েছেন। অত্র মাদ্রাসাটি উত্তরোত্তর স্মার্ট বাংলাদেশ গড়ার অবদান রাখছে।