আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। আউযু বিল্লাহিমি নাশ্শাইত্বনির রজীম, বিসমিল্লাহির রহমানির রহীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে এবং অত্র প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সম্মানিত সকল ব্যাক্তিবর্গের সহযোগীতায় আমরা “আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নামে নিজস্ব একটি ওয়েব সাইট তৈরী করতে সক্ষম হয়েছি। সেই কারণে মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি ও সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া সদর উপজেলায় অবস্থিত ইসলামি দ্বিনী প্রতিষ্ঠান আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ১৯৯৪ খ্রিস্টাব্দে কুষ্টিয়াবাসীর কল্যাণের জন্য ইসলামি জ্ঞান চর্চা ও আধুনিক শিক্ষায় সু-শিক্ষিত করার লক্ষে এই মাদরাসা প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠানটির অতীতে গৌরবময় ও সু-দীর্ঘ ইতিহাস লক্ষ করা যায়। তারই ধারাবাহিকতায় বর্তমানে মাদরাসাটি মনমুগ্ধকর সুন্দর পরিবেশে গড়ে উঠেছে। উক্ত প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন হতে দেশ-জাতী ও মানবতার কল্যাণে কাজ করছে, বিশেষ করে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় “আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা” যুগের চাহিদা অনুযায়ী মানুষের কল্যাণে যুগোপযোগী ধর্মীয় জ্ঞান, এরাবিক ও জেনারেল শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখে আসছে। ডিজিটাল বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযিুক্তির ব্যাপক উন্নতির ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থার আরো উন্নতি করার লক্ষে অত্র মাদ্রাসার নামে একটি আধুনিক ওয়েবসাইট তৈরী করা হয়েছ। আমরা যেন এই ওয়েবসাইটের মাধ্যমে অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ সকল কার্যক্রম সুন্দর ও সু-সৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি আল্লাহ তায়ালা সেই তৌফিক দান করেন। পরিশেষে “আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা” দ্বিনী প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের নিকট দেয়া কামনা করছি। “সুবহানাল্লহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লহিল আযীম” সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদুআল্লা-ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়াতুবু ইলাইক।
মোঃ লোকমান আলী
সভাপতি
আড়পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
গ্রামঃ আড়পাড়া, পোঃ গোস্বামী দূর্গাপুর, উপজেলা ও জেলাঃ কুষ্টিয়া।